গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদিপাড়া গ্রামের সাহেব এর পুত্র আফজাল হোসেন খোকা (৬৫) ধানের জমিতে মটর দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করেন।
জানা যায়, মঙ্গলবার ১৮ অক্টোবর/২২ ইং সন্ধ্যায় ধাপেরহাট ইউনিয়নের সাদিপাড়া গ্রামে এ দূুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশরাফুল ইসলাম বলেন, ওই সময় খোকা মন্ডল তার নিজের ধানের জমিতে সন্ধ্যায় পানি সেচ দিতে যায়। এ সময় বৈদ্যুতিক মটর পাম্পের তারে জড়িয়ে পড়ে।স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাইতে ধরলে পথে তার মৃত্য হয়।
এ ব্যাপারে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক ইনচার্জ পবিত্র কুমার বলেন – অসাবধনতা বসত বিদ্যুৎ এর তারে জড়িয়ে মৃত্যু হয়েছে।এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।