গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ ) প্রতীকে ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) পেয়েছেন ৫২৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (হেলিকপ্টার) পেয়েছেন ৫ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অলিউর রহমান।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং ৭টি সাধারন সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গাইবান্ধার সাত উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে নারী ভোটার ২৬৭ ও পুরুষ ৮৫৭ জন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. অলিউর রহমনা জানান, সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমএ পদ্ধতিতে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।