১৭ই অক্টোবর ২২ ইং তারিখে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গার্লস হাইস্কুলে ২ টি বুথ, সদর উপজেলা সহ জেলার ৭ উপজেলার ৭টি কেন্দ্রের ১৪ টি কক্ষে কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯ টা থেকে দুপুর ২টা অবধি চলে ভোট গ্রহন। তবে সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হওয়ার কথা থাকলেও এই কেন্দ্রে টেকনিক্যাল প্রব্লেম থাকায় সকাল ৯টা ৮ মিনিটে ইলেক্ট্রনিক ভোটিং ডিভাইস (ইভিএম) এর মাধ্যমে শুরু হয় ভোট গ্রহন। এই কেন্দ্রে ১৮৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ১৪২ ও মহিলা ৪৩ জন। ভোট কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, জেলা র্যাব কমান্ডার আসিফ উদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম, সিনিয়র সহকারি কমিশনার নুজহাত তাসনীম।
এতে চেয়ারম্যান পদে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ২২ জন পুরুষ সদস্য ও ৯জন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ঘোড়া মার্কায় আতাউর রহমান আতা, নৌকা মনোনীত প্রার্থী তালগাছ মার্কায় আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার মার্কায় শরিফুল ইসলাম। এতে মোট ভোটার রয়েছে ১হাজার ১শ ২৬ টি। এর মধ্যে পুরুষ ভোটার- ৮শ ৫৭ ও মহিলা ভোটার- ২৬৭ জন।
“গাইবান্ধা ৩নং খোলাহাটি ইউনিয়ন ওয়ার্ড সদস্য আব্দুল হাই” বলেন- ইভিএমে ভোট দিতে পেরে খুব আনন্দিত। ইভিএমে দেবার মজাই আলাদা। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে।
“গাইবান্ধা ৯নং খোলাহাটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাসুম হক্কানী বলেন- অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। ইভিএমে ভোট দিতে পেরে খুব ভাল লাগছে।
” গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান” বলেন- ইলেক্ট্রিক ভোটিং মেশিন ( ইভিএমে) ভোট গ্রহন চলছে। এটি অত্যন্ত সুন্দর সিষ্টেম। এখানে ব্যালট পেপারে ভোট প্রদানে প্রার্থী বাছাইয়ে ছাপ দিতে কোনো প্রকার ভুল হলে তা ডিলিট করার ব্যবস্থা রয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছি। আশাকরি
তিনি আরও বলেন- ঘোরা মার্কা প্রার্থী একজন চতুর লোক। তারা রাতের আধারে বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে টাকা ছড়িয়েছে। তিনি একজন অযোগ্য লোক। আমি মনে করি এই পদে একজন যোগ্য লোকের প্রয়োজন। আশা করি নৌকা মনোনীত প্রার্থী তালগাছ মার্কায় আবু বকর সিদ্দিক বিজয়ী হবেন।
“গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান” বলেন- গাইবান্ধা জেলার ৭টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশাকরি সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র্যাব, আনসার সদস্য নিয়োজিত রয়েছে। সে সাথে ভোট কেন্দ্রগুলিতে ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক দায়িত্বে রয়েছে।
এ রিপোর্ট লেখা অবধি ফলাফল ঘোষনা হয়নি।
বিডি গাইবান্ধা/