বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ২৯ অক্টোবর/২২ ইং রংপুর বিভাগীয় মহাসমাবেশ কে সফল করার জন্য গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা বিএনপির অস্হায়ী কার্য্যালয়ে ১৬ অক্টোবর/২২ ইং রবিবার বিকাল ৪ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল এর সভাপতিত্বে ও সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবিব সোহেল, গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, এ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু,গাইবান্ধা শ্রমিক দলের সভাপতি এ্যাড. আমিরুল ইসলাম ফকু।
উপস্হিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল আলম স্বপন, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, গাইবান্ধা জেলা কৃষকদলের নেতা মোস্তাক আহমেদ, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম।
এছাড়াও গাইবান্ধা জেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠন এবং সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার ১১ টি ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা রংপুর বিভাগীয় মহাসমাবেশ কে সফল করার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সাদুল্লাপুর উপজেলার সকল স্তরের নেতাকর্মীদের মহাসমাবেশে উপস্থিত হওয়ার আহবান জানান গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। তিনি আরও বলেন মহাসমাবেশ কে সফল করতে সাদুল্লাপুর উপজেলা থেকে হাজারো জনতার উপস্হিতি কামনা করেন।