সঞ্জয় সাহাঃ “কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক বেলাল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা ট্রেনিং অফিসার কৃষিবিদ ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধা সভাপতি কে,এম রেজাউল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস প্রতিনিধি সরকার মো: শহিদুজ্জামান, সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক।
উপস্থিত ছিলেন- গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ শওকত ওসমান, পিটিআই সুপারিনটেনডেন্ট শামছিয়া আখতার বেগম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা।
বক্তারা বলেন- গাইবান্ধা জেলায় চরাঞ্চলে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে ফসলের চাষ হচ্ছে। সেচ সুবিধা বৃদ্ধি, যাতায়াতের উন্নয়ন, এবং চর এলাকার উপযুক্তি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে চর অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এলাকার ভূমির উপযোগীতা, জলবায়ু ও শেষ পানির প্রাপ্যতা, বিবেচনায় ক্রপ জোনিং করার সুযোগ সুবিধা রয়েছে।
বিডি গাইবান্ধা/