রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন দিনাজপুরে সাংবাদিক হুমায়ূন কবিরের জানাজা ও দাফন সম্পন্ন দুই যুগ পেরিয়ে২৫ বছরে পদার্পন করেছে (হাবিপ্রবি)

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধা “নাট্য ও সাংস্কৃতিক সংস্থার” দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সঞ্জয় সাহাঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

 গাইবান্ধায় আনন্দ ও পরিবেশে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা ( গানাসাস) দ্বি বার্ষিক নির্বাচন গানাসাস হলরুমে অনুষ্ঠিত হয়। ১৪ই অক্টোবর দুপুর ৩ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে সন্ধ্যা ৬টায় ভোট গ্রহন শেষ হয়। এতে ২২ জন করে দুটি প্যানেলে সভাপতি – সাধারন সম্পাদক সহ ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এতে মোট ভোটার রয়েছে ১২৬ জন।

একটি হলো আবু-হাবুল পরিষদ সহ-সাধারণ সম্পাদক- রেজাউল করিম আকন্দ, নাট্য সম্পাদক -খন্দকার শামীম আহমেদ,সহ-নাট্য সম্পাদক- রেজাউল করিম মু্ন্না, সাংস্কৃতিক সম্পাদক-চুনি ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদকজাহিদুল ইসলাম জাহিদ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক- গৌতমাশিষ গুহ সরকার, কোষাধ্যক্ষ- বিপুল কুমার দাস। এছাড়াও কার্যকরি সদস্যরা হলো- নজরুল ইসলাম রাঙ্গা, মাে: তারিকুল ইসলাম, অসীম কর্মকার টিটু, মােঃ শহীদুজ্জামান শহীদ, মাসুদ মেহেদী, উত্তম সরকার, শাহানাজ আমীন মু্ন্নী, হিল্লাল সরকার, মােনারুল ইসলাম মােনা, মেজবাউল হক মিঠু, আল-মামুন সরকার শিহাব ও মাধবী সরকার।

 

ও অন্যটি খোকন- বেলাল পরিষদ। খোকন- বেলাল পরিষদে- কার্যকরি সভাপতি পদে আমিনুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক পদে এ,কে,এম হানিফ বেলাল, সহ- সাধারন সম্পাদক পদে সহিদুল্যাহেল কবির ফারুক, নাট্য সম্পাদক মোজাহারুল হক প্রামাণিক রাজু, সহ নাট্য সম্পাদক পদে ময়নুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে- রাগিব হাসান সন্তু, সহ-সাংস্কৃতিক সম্পাদক রানা মো: ইস্কেন্দার মির্জা বাবুল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোক্তাদির রহমান রোমান, সহ সাহিত্য ও পাঠাগার সম্পাদক মাহফুজুল ইসলাম, কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা। এছাড়াও কার্যকরি সদস্য পদে আমিনুল ইসলাম গোলাপ, রেজাউল হক চৌধুরী, পিয়ারুল ইসলাম, দেবাশীষ দাস দিপু, আফরোজা বেগম লুপু, সিদ্দিকুর রহমান বক্কর, বিকাশ চন্দ্র প্রামাণিক, অরুন কুমার দেব, পিন্টু কুমার ভট্রাচার্য, জান্নাতুল ফেরদৌস জাহিদ, সোহরাব হোসেন ও সানজিদা আক্তার মিলি প্রমুখ।

 

এতে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি জুয়েল মিয়া, ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেকার রহমান, প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, পোলিং অফিসার এর দায়িত্ব পালন করেন উপ- সহকারী প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান ও আব্দুল হান্নান।

“সাধারন সম্পাদক পদপ্রার্থী এ্যাড: এ,কে,এম হানিফ বেলাল” বলেন-আমি খোকন- বেলাল প্যানেলে প্রতিদ্বন্দিতা করছি। এটা একটি নতুন প্যানেল। শুদ্ধ সংস্কৃতি যারা পছন্দ করেন তাদের পরিষদ এটি। শুদ্ধ সংস্কৃতি চর্চা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ও দুর্ণীতিমুক্ত গানাসাস গড়ার লক্ষ্যে তিনি একতাবদ্ধ। আমি যদি সাধারন সম্পাদক পদে নির্বাচিত হই তবে সুষ্ঠ ও প্রকৃত সাংস্কৃতিক চর্চায় নজর রাখবো। সাংস্কৃতিক অঙ্গনে আমি যেন নজর রাখতে পারি সেদিকে লক্ষ্য রাখব।আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। তরুন যারা ভোটার রয়েছে। যারা সাংস্কৃতিককে বিশ্বাস করে তারা নাট্য সংস্থাকে পরিবর্তন করতে হলে এই প্যানেলে ভোট দিয়ে পরিবর্তন নিয়ে আসবে। নাট্য ও সাংস্কৃতিক সংস্থায় যে অনিয়ম রয়েছে তা আমি ফিরিয়ে আনব। গত টার্মের যে সাধারন সম্পাদক ছিল তারা নাট্য সংস্থার মার্কেটে কিছু স্থায়ী পজেশন দিয়েছেন। তা তারা করতে পারেনা। নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মার্কেট বিক্রি হতে পারেনা। সংস্থার জমি যা বিক্রি করে দিয়েছেন তা তিনি ফিরিয়ে আনবেন।

উল্লেখ্য, এ রিপোর্ট লেখা অবধি ভোট গননা চলছিল।

 

বিডি গাইবান্ধা/

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102