মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে মধু উৎসব ও মৌ পালন প্রশিক্ষণাথীদের সনদ বিতরণ২০২৩ ফুলছড়িতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের আয়োজনে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন কর্মসূচি অনুষ্ঠিত  গোবিন্দগঞ্জে নবম ও দশম শ্রেনীতে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত  সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভ জন্মদিন পলাশবাড়ীতে স্বাধীনতা দিবসে পুরস্কার বিতরণ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন  ফুলছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সাদুল্লাপুরে মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। স্বাধীনতার ৫২ বছরেও মেলেনি বীর মুক্তিযোদ্ধার সরকারি ঘর

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

শাড়ি পাঞ্জাবি উৎসব মুখরিত জবির আইন বিভাগ

সুফিয়ান শুভ, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

শরতের কাশফুলের ছোয়ায়, প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সর্বত্র’ এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শাড়ি পাঞ্জাবি উৎসব – ২০২২।

(বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মিলনায়তনে একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয় এ উৎসব।

এদিকে শাড়ি-পাঞ্জাবি উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। শ্রেণিকক্ষ সাজানো থেকে শুরু করে পরবর্তী সকল আয়োজনে ছিল শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ। এই উৎসবকে ঘিরে আইন বিভাগের ৯ তম ব্যাচ হতে ১৩ ব্যাচের সকল শিক্ষার্থী শাড়ি-পাঞ্জাবিতে মেতে উঠেছে এবং তাদের এই সাজপোশাক নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের রং-বে রঙের পোশাকের সাথে শিক্ষকদের উপস্থিতি বাড়িয়ে দেয় অনুষ্ঠানে বাড়তি মাত্রা।

আয়োজনের শুরুতে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীরা উৎসবকে ঘিরে শ্রেনিকক্ষ সাজানো, বিভাগের বিভিন্ন স্থানে নানান রংবেরঙের ব্যানার – পোস্টার, ছবি তোলার ফ্রেম বানানোর কাজে অংশগ্রহণের মাধ্যমে এক ভিন্নমাত্রা যোগ করে শাড়ি পাঞ্জাবি উৎসবে।

আইন বিভাগের শিক্ষার্থীরা জানান, কাশফুলের ঋতু শরৎ ‘কে স্বরণ করে মূলত তাদের এ শাড়ি-পাঞ্জাবি উৎসবের আয়োজন। এ আয়োজনকে কেন্দ্র করে বিভাগের সকল শিক্ষক – শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ‘শাড়ি-পাঞ্জাবি’ উৎসবের নামকরণের মধ্য দিয়ে সুন্দর একটি মিলনমেলার সৃষ্টি হয় সকলের মাঝে।

শিক্ষার্থীরা আরও জানান, আমাদের বিভাগে এমন আয়োজন এবারই প্রথম। আজকের উৎসবের মাধ্যমে এ যাত্রা শুরু হয়েছে। আমরা আগামীতে এ ধারা অব্যাহত রাখবো আরো সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আরো বেশি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। ক্যাম্পাস জীবনকে স্মরণীয় ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করে শিক্ষার্থীরা।

এ-সময় শাড়ি পাঞ্জাবি উৎসবে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী, সহযোগী অধ্যাপক নুরুন্নাহার মজুমদার, সহকারী অধ্যাপক মো. মেফতাহুল হাসান, সহকারী অধ্যাপক ইয়াসিন আল রাজিসহ বিভাগের শিক্ষক – শিক্ষার্থী এবং কর্মকর্তা – কর্মচারীরা।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, আইনের ধারা সমূহ মুখস্থ করতে করতে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়েছে। এজন্য বাঙালি সংস্কৃতির ধারাকে প্রাধান্য দিয়ে আমরা বাঙালির চিরচেনা ঐতিহ্যবাহী পোশাক শাড়ি – পাঞ্জাবির সাজে এ উৎসবের আয়োজন করেছি।

আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ মাসুদ আহমেদ সানি বলেন, আমাদের আইন বিভাগে প্রথমবারের মতো শাড়ি-পাঞ্জাবি উৎসবের মধ্য দিয়ে নতুন একটি ট্রেন্ডের শুভ সূচনা হয়েছে। শিক্ষাজীবনের এই রকম ছোট খাটো আয়োজনের মাধ্যমে সাধারণ মুহূর্তগুলোই অসাধারণভাবে পরিপূর্ণ হয়ে উঠে। অনিশ্চিত জীবনে ছোট একটি ঘটনাও হয়ে উঠতে পারে স্মৃতিবহ। এই উৎসবের মধ্যে দিয়ে বিভাগের সিনিয়র-জুনিয়রের মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন আয়োজনে সুন্দর হয়ে উঠুক ক্যাম্পাসের প্রতিটা দিন।

উৎসবের অনুভূতি প্রকাশ করে আইন বিভাগ দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী হাফিজ আল সাইয়ুম বলেন, আমাদের বিভাগে এত সুন্দর আয়োজন আগে কখনো হয়নি। আজকের উৎসবের মাধ্যমে এ যাত্রা শুরু হয়েছে। আমরা আগামীতে এ ধারা অব্যাহত রাখবো আরো সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে। আজকের মত আগামীতে ও সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান গুলোতে আরো বেশি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে।

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102