ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহমুদ হাসান রিপন ছাড়া বাকি ৪ প্রার্থী উপ-নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।
বেলা সাড়ে ১২টার দিকে এ ভোট বর্জনের ঘোষণা দেয়া হয়।
ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।
সাঘাটা উপজেলার বগারভিটা কেন্দ্রে ৪ প্রার্থী একত্রিত হয়ে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আ.লীগ প্রা্রৃথীর বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেয়া, ইভিএমএ জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানান তারা।
সূত্র-কালের সময়