বুধবার গাইবান্ধা- ৫ আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। ভোট গ্রহন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন অফিস।
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে উপজেলা দুটির ১৭ ইউনিয়নের ১৪৫ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। এই আসনের উপনির্বাচনে এবার ব্যাবহার করা হচ্ছে ইভিএম মেশিন।
নির্বাচনে দায়িত্বরত রির্টানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, এই আসনের দুই উপজেলায় মোট ১৭ টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তার মধ্যে ফুলছড়ি উপজেলায় ৫৭টি ও সাঘাটা উপজেলায় ৮৮ টি ভোট কেন্দ্র রয়েছে। এই দুই উপজেলায় মোট ৩ লক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সাঘাটায় ২ লক্ষ ২৫ হাজার ৭০ জন ও ফুলছড়ি উপজেলায় ১ লক্ষ ১৪ হাজার ৬৭৬ জন ভোটার রয়েছে।
তিনি আরও বলেন, এই ভোট মনিটরিং করার জন্য সকল কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ভোটের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিন ইসি কার্যালয় থেকে ভোটসহ সকল কার্যক্রম ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষন করা হবে।
নির্বাচনে সকল ধরনের নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাব, পুলিশসহ একাধিক আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিধানে কাজ করবে।
উল্লেখ্য, গত ২৩ আগষ্ট এই আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গত ২৪ আগষ্ট এই আসনটি শূন্য ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।