গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে শওকত আলী গং কর্তৃক আব্দুল ওয়াদুদ আকন্দ’র ধানের আটি চুরি অভিযোগ উঠেছে। বাধা প্রদানে আব্দুল ওয়াদুদ আকন্দ আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার এজাহার সূত্রে জানা গেছে- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের ডুমুরগাছা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আব্দুল ওয়াদুদ আকন্দ প্রতিবারের ন্যায় ইরি বোরো মৌসুম ২২ এ স্বত্ব দখলীয় জমি ডুমুরগাছা মৌজার ১৯৯ জে এল নং, ৮৮ খতিয়ান এর ১০০১ দাগের ৫৪- বিআরএস ২৫ শতক জমির ১৩ শতক নালিশী জমিতে ব্রি ধান ২৮ জাতের চাষাবাদ করলে ধান পাকলে তা গত ৯ এপ্রিল ২২ ইং তারিখ সকাল থেকে কামলা দিয়ে ধান কেটে আটি বাধলে বিকালে কামলারা ধান পরিবহন করে অর্ধেক ধান বাদীর বাড়িতে আনে ও অবশিষ্ট ধান বাড়িতে আনতে যেয়ে দেখে বিবাদী শওকত আলী ও তার গং আব্দুর রশিদ আকন্দ, আব্দুল আজিজ আকন্দ, মজিদুল ইসলাম, মোজাফফর, মুজিবর রহমান, আব্দুস সোবাহান মন্টু, নুরুল ইসলাম সুজা, আলামিন ব্যাংকা, দড়ি নিয়া বেআইনি জনতায়, দলবদ্ধে বাদীর বসতবাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে আটি বাধা ধান চুরি করে নিয়ে যায়। পরে বিকাল ৩টা ৩০ মিনিটে বিবাদী পক্ষকে বাধা প্রদান করলে প্রথম বিবাদী শওকত আলীর নির্দেশে তার অন্য সহযোগী আব্দুস সোবাহান মন্টুর হাতে থাকা ব্যাংকা দ্বারা হত্যার উদ্দেশ্যে স্বজোরে আঘাত করলে আত্নরক্ষায় ডান হাত দিয়ে ঠেকালে ডানহাতের কব্জিতে লেগে হাড়ভাংগা জখম হয় এবং অন্যরা শরীরের বিভিন্ন জায়গায় কিলঘুষি মেরে জখম করে ও ২নং জন আব্দুর রশিদ আকন্দ শ্বাসরোধ করে মেরে ফেলার উদ্দেশ্যে গলা টিপে ধরে। এ সময় বাদী চিৎকার করলে এলাকার লোকজন উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে পরে কর্তব্যরত ডাক্তার বগুড়া সরকারি জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করে।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ১৪৪/১৪৫ ফৌ: কা: বি: গোবিন্দগঞ্জের ৫৮১/২১, এবং ১১০/১১৭ ধারায় ( সি), পিটিশন মামলা-৯/২২ বিচারাধীন থাকাকালে পরপর কয়েকবার মুচলেকায় আবদ্ধ হয়।
ভুক্তভোগী আব্দুল ওয়াদুদ আকন্দ অপরাধীদের বিরুধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
বিডি গাইবান্ধা/