আজ শুক্রবার দুপুরে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকার মৌলতন প্লাজার ২য় তলার ঢাকা ক্যাফে নামে ফাস্টফুডের দোকানে আগুন লাগে। আশেপাশে থাকা মানুষ আগুনে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে টানা দুই ঘণ্টায় আগুন নিভিয়ে ফেলে। দোকানটি শুক্রবার বন্ধ থাকায় মানুষের হতাহাতের কোন ঘটনা ঘটেনি। তবে দোকানটির মালিক বলেন ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে শুধুমাত্র ঢাকা ক্যাফের ক্ষতি হলেও পাশে থাকা দুটি ব্যাংকের কোন প্রকার কোন ক্ষতি হয়নি।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ নির্মল কুমার বলেন, আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। ধারনা করা হচ্ছে বিদ্যুৎতের শটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে।