হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দিরে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। এতে শঙ্খধ্বনি উলুধ্বনি ও আরতী প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও গরীব অসহায় মহিলাদের মাঝে কাপড় বিতরন করা হয়।
ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় রবিবার রাতে মন্দির প্রাঙ্গনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি বলেন-আমরা এই দেশের নাগরিক। কোনো সংখ্যালঘু নেই, কিছু নেই। আমরা সবাই সমান। এখানে কোনো ভেদাভেদ নাই। ভাবার কিছু নেই। আমাদের দেশের সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা সৌহার্দ্যপূর্ণ ভাবে শান্তিপূর্ণ পরিবেশে একে অপরকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলুন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় আপনাদের পাশে আছি। আমরা একে অপরে মিলে প্রত্যেক ধর্মের উৎসবকে সেটা আনন্দঘনপূর্বক স্বীকার করি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজশাহী তানোর উপজেলার নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ, প্রেসক্লাব গাইবান্ধা সভাপতি কে,এম রেজাউল হক, গাইবান্ধা বার এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক এ্যাড: সিরাজুল ইসলাম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।
সভাপতিত্ব করেন ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি দুর্লভ চন্দ্র মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলাদ্রি সরকার।
সঞ্চালনা করেন মন্দির কমিটির প্রচার সম্পাদক অশোক সাহা।
উপস্থিত ছিলেন মন্দির কমিটির সিনিয়র সহ- সভাপতি দীপক কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক উদয়ন সরকার, গাইবান্ধা জেলা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, সদর থানা ৯অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, সাংবাদিক সঞ্জয় সাহা ও মিলন খন্দকার।
আলোচনা শেয়ে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও গরীব অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরন করা হয়।
বিডি গাইবান্ধা/