শনিবার, ১০ জুন ২০২৩, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনিয়া এম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোশারফ এগিয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিনব কায়দায় মাদক পরিবহনকালে গাজা সহ ২ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় রেলওয়ে পুলিশ কর্তৃক ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার ফুলছড়িতে গ্রামীন নিউজ২৪ এর ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত সাংবাদিক আইয়ুব হোসেনের দশম মৃত্যু বার্ষিকী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে গাইবান্ধা জেলা বিএনপির অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান গোবিন্দগঞ্জে চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ইয়াছিন আলীর অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত গাইবান্ধার গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ” পথ নাট্য উৎসব” জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দ সহ ১২ফা দাবিতে-গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ পলাশবাড়ীতে কাজীর বিরুদ্ধে কাবিননামা জালিয়াতিসহ নারীকে শ্লীলতাহানির অভিযোগ 

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

শিশু দিবস আসলে কোন দিন?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

শিশুদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি দিন উদযাপনের জন্য শিশু দিবস পালন করা হয়। কিন্তু বিভিন্ন সংগঠন বছরের নানা দিনে শিশু দিবস পালন করায় এক ধরনের বিভ্রান্তি দেখা দেয়। এমনকি কোনও কোনও ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে— আজ শিশু দিবস নাকি, আজকে কেন উদযাপন করা হচ্ছে। তাহলে শিশু দিবস আসলে কোন দিন? কোনটি জাতীয় শিশু দিবস, আর কোনটি আন্তর্জাতিক শিশু দিবস।

ইতিহাস বলছে, শিশু দিবসটি প্রথমবার ১৯২০ সালের ২৩ এপ্রিল তুরস্কে পালিত হয়েছিল। আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) ‘বিশ্ব শিশু দিবস’ ২০ নভেম্বরে উদযাপন করে থাকে। আবার আন্তর্জাতিক শিশু দিবস জুনের ১ তারিখে উদযাপন করা হয়। আবার অক্টোবরের শুরুতেও শিশু অধিকার সপ্তাহের মধ্যে একটা শিশু দিবস শোনা যায়। এমনকি বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে— শিশু দিবসটিকে উদযাপন করার।

জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ ১৯৫৪ সালের ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালনের জন্যে ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী, ভারতেও ২০ নভেম্বরকে শিশু দিবস হিসেবে পালন করা হতো। তবে ১৯৬৪ সালের ২৭ মে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রয়াণের পর শিশুদের প্রতি তার চরিত্রের এই বিশেষ দিকটিকে স্মরণে রেখে সর্বসম্মতভাবে তার জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকেই ভারতে প্রতিবছর ১৪ নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশে শিশুদের উৎসব হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৯৪ সাল থেকে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা প্রথমবারের মতো বেসরকারিভাবে ১৭ মার্চ ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করে। প্রথম জাতীয় শিশু দিবস উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। ১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে সরকারিভাবে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৭ সাল থেকে সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

দীর্ঘদিন শিশু অধিকার নিয়ে কাজ করেন গওহর নঈম ওয়ারা। শিশু দিবস আসলে কোনদিন প্রশ্নে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ বাংলাদেশে শিশু দিবস। বাকিগুলো জাতিসংঘের দিবস। বিষয়গুলো স্পষ্ট করে বললে বিভ্রান্তি হবে না।’ তিনি বলেন, ‘তবে এত শিশু দিবসের পরেও শিশু বিষয়ক এজেন্ডা স্পষ্ট হয় না। সেদিকে নজর দেওয়া উচিত। এত শিশু নৌকাডুবিতে মারা গেলো, তাদের প্রতি আলাদা সতর্ক দৃষ্টি না দেওয়া, তাদের অধিকারগুলো নিয়ে আলাপ না তোলার কারণে এসব ঘটে। এগুলো নির্ধারণ করা জরুরি।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আলমগীর হোসেন একাধিক শিশু দিবসের বিষয়ে বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দিন বিশ্ব শিশু দিবস পালন করে। কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে।’

সূত্র- বাংলা ট্রিবিউন

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩৭ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১৫ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102