হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দিরে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ও আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির আয়োজনে শনিবার রাতে মন্দির প্রাঙ্গনে প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা র্যাব -১৩ কোম্পানি কমান্ডার ও সহকারি পরিচালক এ,কে আসিফ উদ দৌলা।
তিনি বলেন- আপনারা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুন। আপনাদের আনন্দ উদযাপনে যাতে ব্যাঘাত না হয় ত্রুটিপূর্ণ না থাকে এ জন্য পুজা কমিটিকে সর্বোচ্ছ নিরাপত্তা প্রদান করা হবে। সকলকে শারদীয় শুভেচ্ছা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা র্যাব -১৩ ডিআইডি মিজানুর রহমান, বাংলাদেশ আমি স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: মাহফুজা খানম মিতা। সভাপতিত্ব করেন- গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি দুর্লভ চন্দ্র মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলাদ্রি সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য অশোক সাহা ও সাংবাদিক সঞ্জয় সাহা। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন ইশিতা দে পাপন। প্রথমে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
শেষে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ও আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশ গ্রহন করেন- ছায়া রানী সরকার, আকাশী রানী সাহা, মৌসুমী সরকার, কুন্তলা সরকার, অনিতা মহন্ত, শ্রাবণী সাহা, ঝুমা সরকার, নীলাঞ্জনা সাহা, উর্মিলা সরকার, পিংকি দে, সহ অনেকে।
প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন- উদয়ন সরকার ও সোমা সেন।
এ সময় মন্দির কমিটির সদস্য সহ প্রায় শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/