প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাইবান্ধায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর নবজাতক শিশু- মায়েদের ফুল ও মিষ্টি বিতরন
২৮ সেপ্টেম্বর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাইবান্ধায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর নবজাতক শিশু ও মায়েদের মাঝে মিষ্টি ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী শহিদুল ইসলাম স্বপন এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার সকালে শহরের পালস ক্লিনিক এন্ড নার্সিং হোমে নবজাতক শিশুসহ মায়েদের মাঝে ফুল ও মিষ্টি বিতরন করা হয়।
এতে অতিথি হিসাবে কর্মসূচীর উদ্বোধন করেন জেনারেল ফিজিশিয়ান ডা: মো: ফেরদৌস হোসেন মঞ্জু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা পৌর শাখার ২নং ওয়ার্ড সাধারন সম্পাদক এস,এম শাকির হায়দার, সাংবাদিক সঞ্জয় সাহা, সাবেক ছাত্র নেতা সৈকত রহমান, আহসান খান সনন, নুরে আলম সিদ্দিক, শরিফুজ্জামান সোহাগ, সোহেল রানা, আবু সালাম, যুবনেতা শরিফুল ইসলাম সঞ্জু, আশরাফুল কবির রিগেন সহ অনেকে।
সাবেক ছাত্রনেতা ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলার সভাপতি পদপ্রার্থী শহিদুল ইসলাম স্বপন বলেন- জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে নবজাতক শিশু- মায়েদের ফুল ও মিষ্টি বিতরন করা হয়।
বিডি গাইবান্ধা/