গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের ফোরকানিয়া বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী। নিহত নারী গাইবান্ধা সদর হাসপাতালের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার সন্ধার পরে সাদুল্লাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন সরকার রিজু তার স্ত্রী গাইবান্ধা সদর হাসপাতালের ফার্মাসিস্ট শাহানাজ বেগমকে নিয়ে সাদুল্লাপুর থেকে মোটরসাইকেল যোগে গাইবান্ধা শহরের দিকে আশার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক মটোরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহানাজ বেগম মৃত্যুবরন করে। এ ঘটনায় আহত রিজু গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর সুমন মিয়া।