সকল ধর্মের সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গাইবান্ধায় “সামাজিক সম্প্রীতি” বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সামাজিক সম্প্রীতি” বিষয়ক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান।
সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল মানুষকে প্রতিরোধ করতে হবে। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম নিরপেক্ষ নয়। সকল মানুষের ধর্ম কর্ম করার অধিকার রয়েছে। আমরা আইন করে ধর্ম পালন করতে চাইনা। ধর্মের নামে রাজনীতি, বেইমানি, ব্যাভিচার খুন বাংলাদেশের মাটিতে চলছে। ধর্মীয় অধিকার ক্ষুন্ন করা হয়নি। এই বিভাজন ব্যাক্তিগত বিভাজন। এই বিভাজন ধর্মকে নষ্ট করার বিভাজন। আজকের এই কর্মসূচী থেকে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যাতে আপনার এলাকায় বা উপজেলায় কোনো সম্প্রীতির ব্যাঘাত না ঘটে। আসুন আমরা শারদীয় দুর্গোৎসব একসাথে প্রতিপালন করি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন- মানুষকে সচেতন করব। যেন কেউ গুজবে কান না দেয়। প্রতিটি ধর্মই শান্তির ধর্ম। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য রয়েছে। কেউ বিভ্রান্তি ছড়ালে তা পুলিশকে জানালে প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, আনসার ও ভিডিপির জেলা কমান্ডান্ট রেজাউল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে,এম রেজাউল হক, বিশিষ্ট শিক্ষাবিদ মাযহার উল মান্নান, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা ব্রাহ্মণ সংসদ উপদেষ্টা কালিপদ মুখার্জী, পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রণজিৎ বক্সী সুর্য্য, গাইবান্ধা ইমাম সমিতির সভাপতি জোবায়ের আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী হোসাইন।
এর আগে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌমিতা গুহ ইভা এবং হিন্দু মুসলিম সকলে সম্প্রীতি বজায় রাখতে একে অপরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বিডি গাইবান্ধা/