প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে জামালপুর মজিদিয়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, প্রধান মন্ত্রীর অগ্রগতির উন্নয়নে শুভেচ্ছা বার্তা প্রতিযোগিতা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর মর্জিদ্বীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিএসসির সভাপতিত্বে কেক কাটা, আলোচনা সভা, প্রধান মন্ত্রীর অগ্রগতির উন্নয়নে শুভেচ্ছা বার্তা বিষয়ক প্রতিযোগিতা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শহিদুল ইসলাম ফিলু, সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, সুমন মন্ডল, শাহিন মিয়া, রিপন প্রধান প্রমুখ। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।