গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের রাইগ্রামে বাড়ীর গেটের ছাদ ভেঙ্গে চাপা পড়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী মিতু (১৩) নিহত হয়েছেন। উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন আমেনা (১৮) ও জাকিরুল (১২)।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী পৌরশহরের রাইগ্রামের ভ্যান চালক আতোয়ারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিতু স্থানীয় আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো স্কুল গিয়ে টিফিনের সময় বাড়ী এসে সামান্য বৃষ্টি হওয়ায় ওই সানসাইডের নিচে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চমকালে ঢাকনাটি তাদের উপর পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিতুকে মুত্যু বলে ঘোষণা করেন। আহতদের পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে গুরুতর আহত আমেনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী পৌরসভার ৮নং পৌর কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র আশাদুজ্জামান শেখ ফরিদ।