বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকালে গাইবান্ধা আব্দুল হামিদ স্টেডিয়ামে ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি।
প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন- বাংলাদেশের উন্নয়ন অর্জন চাইলে শেখ হাসিনার সৎ ও দক্ষতার কোন বিকল্প নেই।অনুষ্ঠান উদ্বোধন করেন- বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মণ্ডলীর সদস্য রমেষ চন্দ্র সেন এমপি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামীলীগ কোষাধ্যক্ষ এইচ,এম আশিকুর রহমান এমপি, সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি এ্যাড: সফুরা বেগম রুমি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন- প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ কৃষকলীগ সাধারন সম্পাদক এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি।
সভাপতিত্ব করেন- আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি এ্যাড : সৈয়দ শামস উল আলম হিরু। সঞ্চালনা করেন- আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক।এসময় – জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমান, সাবেক মেয়র এ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের সহ জেলা, সদর, পৌর আওয়ামীলীগ, যুবলীগ এর বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্তি শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয়।