টাকার অভাবে ভবিষ্যৎ অনিশ্চয়তায় মুখে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী সজীব কুমার মোদক। সজীব মোদক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ৩৩ তম স্থান অর্জন করেছে। সে গাইবান্ধা ব্রীজরোড মিস্ত্রীপাড়ার বাসিন্দা ও মধুবিড়ি ফ্যাক্টরির নৈশপ্রহরী সুনীল কুমার মোদক এর পুত্র। সজীব এর আগে গাইবান্ধা ব্রীজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষায় বৃত্তি, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি, এস,এস সি ও সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।
সজীব এর মা ডলি রানী মোদক “বিডি গাইবান্ধা ডট নিউজ” এর প্রতিবেদক কে বলেন- আমরা গরীব মানুষ। আমার স্বামী গাইবান্ধার দাড়িয়াপুরের মধু বিড়ি ফ্যাক্টরির একজন নৈশপ্রহরী। সামান্য বেতনের টাকায় সংসার চলে তাদের। আমি বসে থাকার চেয়ে বাসায় হোমিও দোকানের ওষুধের প্যাকেট বানাই। এতে খরচ বাদে মাত্র ৫০ টাকা লাভ হয়।যেখানে সংসার চালাতে হিমশিম খেতে হয়। সেখানে সন্তানের লেখাপড়া চালানোর খরচ বহন করা তাদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার পিছনে বই, পোশাক, যাতায়াত সহ প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার দরকার। আমার সন্তানের ভবিষ্যৎ এর কথা ভেবে তার জন্য আর্থিক সাহায্যর জন্য আমি গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল দানবীর ব্যাক্তিদের সহযোগীতা কামনা করছি।
বিডি গাইবান্ধা/