গাইবান্ধার সাদুল্লাপুরে নলডাঙ্গা বহুমুখী দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেদ এর মৃত্যুতে রাষ্ট্র কর্তৃক ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক উদযাপনের জন্য জাতীয় পতাকা অধঃনমিত না করা এবং নিয়োগ বানিজ্যসহ সকল অনিয়মের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার সকালে নলডাঙ্গা বাজারের রেলগেট সংলগ্ন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন – নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন চোকদার, যুবলীগ নেতা ওয়াদুদ ইসলাম দুদু, হীরা, অবিনাশ চন্দ্র মহন্ত, কৃষক লীগ নেতা, সাবেক চেয়ারম্যান নূরে আলম নান্টু
সহ আরো অনেকে।
বক্তারা নলডাঙ্গা বহুমুখী দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নামে রাষ্ট্র ঘোষিত পতাকা অধঃনমিত না করা, রাষ্ট্রীয় আইন লঙ্ঘনসহ রাষ্ট্রীয় কোন জাতীয় দিবস পালন না করা, একনাগারে একই ব্যক্তি সভাপতি বহাল রাখা,দপ্তরি পদে একজন থাকা সত্বেও উক্ত পদে একাধিক লোকের কাছ থেকে টাকা গ্রহণ করে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং সুপারের অপসারণ সহ শাস্তি কামনা করেন।এদিকে সুপার মোস্তাফিজুর রহমান বলেন- এসকল অভিযোগ মিথ্যা ভিত্তিহীন।আমরা টিভিতে ঘোষণা হওয়ার সংবাদ পেয়ে পতাকা অর্ধনিমিত রেখেছি। তবে ঐসময়ে বাচ্চারা হয়ত পতাকাটি ভুল করে তুলে দিয়েছে।