গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং (আউটলেট) শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক গাইবান্ধা প্রিন্সিপাল অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ উপলক্ষে সোনালী ব্যাংক সাদুল্লাপুর শাখার ম্যানেজার এ টি এম ফেরদৌস কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, রূপালী ব্যাংক ধাপেরহাট শাখার ম্যানেজার মো: নায়েবুল ইসলাম, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক পবিত্র কুমার, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু, ধাপেরহাট বনিক সমিতির সভাপতি মো: জলিল মিয়া ও সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিক মিন্টু, ধাপেরহাট মোবাইল এজেন্ট ব্যাংকিং আউটলেটের সত্ত্বাধিকারী সুশান্ত কুমার সাহা প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর দেওয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সকল সেবা সব শ্রেণির মানুষের মাঝে পৌঁছে দিতে বাংলার গ্রামীণ জনপদে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক। তিনি আরও বলেন, দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে। ধাপেরহাট আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে এই এলাকার সব শ্রেণীর মানুষ এখান থেকে সোনালী ব্যাংকের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
বিডি গাইবান্ধা/