মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশ ক্রমে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ ইকবাল কবির গত ১১/০৯/২২ ইং তারিখ ৩ দিনের সরকারী সফরে গাইবান্ধা আসেন। এ সময় তিনি গাইবান্ধা জেলা জজ এর বিভিন্ন এজলাস , বিচারপ্রার্থী, নকলখানা, হাজতখানা ও বার পরিদর্শন করেন । এ সময় মাননীয় বিচারপতি মহোদয়ের গাইবান্ধা বারে শুভাগমণ উপলক্ষে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন কর্তৃক ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার গাইবান্ধা বার হল রুমে বিকাল ৩ ঘটিকায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এ্যাডভোকেট আহসানুল করিম লাচু । এ সময় বার এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বার এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জি.এম আলমগীর, সাবেক পিপি, বর্তমান দুদক এর পিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিনিয়র এ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু,বার এর সহ-সভাপতি এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, সিনিয়র এ্যাড. সিদ্দিকুল ইসলাম সেলিম, বার এর সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু সহ আরো অনেকে । সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জজশীপ এর বিচারক বৃন্দ ও জেলা বার এর বিজ্ঞ আইনজীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা বার এর সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. সরোয়ার হোসেন বাবুল।