গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের এক, জাতীয় পার্টির এক, বিকল্পধারা বাংলাদেশের এক ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৬জন।
সহকারী রির্টানিং অফিসার কামরুল ইসলাম জানান, এনির্বাচনে প্রতিদণ্ডিতা করতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মাহমুদ হাসান রিপন, জাতীয়পার্টির এড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাহিদুজ্জামান নিশাদ, শাহ আবু বক্কর সিদ্দিক, এইচ এম এরশাদ, শহিদুল ইসলাম সরকার, সৈয়দ মাহাবুবুর রহমান, বেলাল মোহাম্মদ ইউসুফ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাঘাটা উপজেলায় ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭৫৫ জন।
উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
উল্লেখ্য, গত ২৩ জুলাই গাইবান্ধা – ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়।