জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর ‘বই ঘর পাঠাগার’ শীর্ষক আয়োজিত বইপড়া ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গাইবান্ধা শহরের পুলিশি সুপার কার্যালয় সংলগ্ন নিউটন প্রিপারেটরী স্কুলে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে স্কুল ক্যাম্পাসে বইপড়া ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ১১৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা দুই ভাগে অনুষ্ঠিত হয়। প্রথমটি ৬ষ্ট শ্রেণি থেকে ৮ম শ্রেণি ও দ্বিতীয়টি ছিল ৯ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পুরস্কার হিসেবে দেয়া হয়।
নিউটন প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ সুকমল চন্দ্র সরকার বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান পিপাসু এবং বই প্রেমিক হয়ে আগামীতে বাংলাদেশকে গড়বে। এই প্রতিষ্ঠানে আয়োজন করায় ‘বই ঘর পাঠাগার’কে অসংখ্য ধন্যবাদ।
বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ইন্টারনেটের আসক্তিতে বই পড়া হারিয়ে যাচ্ছে। বই জ্ঞানার্জন এবং গবেষণার পথ উন্মোচন করে। বই পড়ার অনাগ্রহের কারণে মেধায় পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং লেখনী শক্তি ও সৃজনশীলতা এখন বিলুপ্তির পথে। এজন্য বইয়ের প্রতি মনযোগী করে গড়ে তোলার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিডি গাইবান্ধা/