গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার গোবিন্দপুর মৌজার ফকির পাড়া এলাকায় গোলাম রব্বানী ও শরিফা আক্তার চৌধুরী কর্তৃক মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে হাছেন আলীর পৈতৃক সম্পত্তি অপকৌশলে ভুয়া খতিয়ান দেখিয়ে জমি বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ১১ সেপ্টেম্বর গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে হাসেন আলী লিখিত অভিযোগ দায়ের করে হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম রব্বানী ও শরিফা আক্তার চৌধুরী গোপন কৌশলে হাছেন আলী পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি, যার জেএল নং ৯৯ সি/এস ৪২৬, ৫৬৫ , ৯১৬ দাগের মধ্যে ৫২ শতাংশ জমি তার পিতা মৃত আঃ আজিজ গত ১৮/০৫/১৯৬৭ সালে ৯৬৬৮ নং কবলা দলিল মূলে ১৮মে ১৯৬৭ সালে রইছ উদ্দিনের নিকট ক্রয় করার পর ভুলক্রমে হাসেন আলীদের নামে বিআরএস খতিয়ান প্রস্তুত না হওয়ায় নালিশী দাগের জমি ডিপি খতিয়ান ১৯৬/২৯৯৯,২৩৬২, ৪৬৭৯,৬১৮১ অন্তভুক্ত হয়েছে। কিন্তু ডিপি খতিয়ানের মালিকগন অবৈধভাবে জমি বিক্রয়ের পায়তারা করছে। হাসেন আলী উক্ত এলাকার একজন সহজ সরল কম শিক্ষিত সাধারণ মানুষ। কিন্তু গোলাম রব্বানী একজন চালাক ও দাঙ্গাবাজ । শক্তি প্রদর্শন করে জমিটি দখল করার অপচেষ্টা চালাচ্ছে। উক্ত জমির দখলদারিত্ব নিয়ে প্রায় ঘটছে মারামারি, ঝগড়াঝাটি। যে কোন মুহূর্তে জমিকে কেন্দ্র করে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জমির প্রকৃত মালিককে ন্যয্য অধিকার পাওয়ার জোর দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী হাছেন আলী ও তার পরিবার।
বিডি গাইবান্ধা/