রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মেলা ২০২২ উদ্বোধন ও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি এমপি। সোমবার বিকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখা সভাপতি অবসঃ সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমুখ। এছাড়াও নার্সারী মালিকগণ এতে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মতিউল আলম। ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা চত্বরে এই কৃষি মেলা চলবে। এই মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারার স্টল প্রদর্শনী রয়েছে।এই মেলায় চারা ক্রয় করতে পারবেন ক্রেতাগগন।