প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পানি সরবরাহ প্রকল্পের রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম পেলেন সাদুল্যাপুর উপজেলাবাসী। এতে করে পানির ভোগান্তি থেকে রক্ষা পেলেন তারা।
জানা গেছে, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে “রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম” কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্ভোধন করেন সাদুল্লাপুর ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর এর বাস্তবায়নে ২ কোটি টাকা ব্যায়ে সোমবার দুপুরে এই ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়। এ সময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রোকসানা বেগম, গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাদুল্লাপুর সহকারি প্রকৌশলী আতিকুর রহমান, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/