জ্বালানী তেলসহ সকল দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলা, নারায়ণগঞ্জ সহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার ১০ সেপ্টেম্বর/২২ ইং বিকালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল এর সভাপতিত্বে ও সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম মিয়া এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুনর রশীদ হারুন (এমপি) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম,বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খাঁন বাবু, দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ সামিউর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি শহিদুজ্জামান শহিদ, গাইবান্ধা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোরশেদ হাবিব সোহেল, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আঃ রহিম মন্ডল,যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা রহমান, যুগ্ম আহবায়ক রেজাউন্নবী লেবু, যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক মোঃ রোস্তম আলী, যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু,যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউর রহমান সুইট, যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মোঃ মোস্তাক আহমেদ শাকিল, যুগ্ম আহবায়ক মোঃ সামিউল আহসান মামুন, যুগ্ম আহবায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,গাইবান্ধা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ভুট্টু,সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহবায়ক মিঠু, সদস্য সচিব মোঃ রেজানুর রহমান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া সহ জেলা ও উপজেলার নেতাকর্মী সমর্থন বৃন্দ।
বক্তারা বলেন- দেশের মানুষ আজ দিশেহারা। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মামলা,হামলা,গুম করে হয়রানি করা হচ্ছে। ভোলা, নারায়ণ গঞ্জ সহ সারাদেশে অনেক নেতাকর্মী কে গুলি করে হত্যা করা হয়েছে। জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। দেশের মানুষ আজ শান্তিতে নেই। মানুষের ভোটের অধিকার নাই। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই।