সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ চিকিৎসা চাই” গাইবান্ধা জেলা শাখার আয়োজনে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া, আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় সংগঠনের গাইবান্ধা জেলা সভাপতি শেখ রোহিত হাসান রিন্টুর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নিরাপদ চিকিৎসা চাই” গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নাজিম আহমেদ রানা, যুগ্ন সাধারন সম্পাদক এস এম পিটার, সহ-সাংগঠনিক সম্পাদক তিতুমির প্রধান, দপ্তর সম্পাদক সঞ্জয় সাহা, প্রচার সম্পাদক দেওয়ান মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক রমানাথ বর্মন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিতু সরকার, কার্যকরি সদস্য হিমুন দেব বিশ্ব, মহিউদ্দিন সরকার, সাগর আহমেদ, সদর উপজেলা সভাপতি জাহিদ কামাল অলিক, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক সজিব।
আলোচনা সভায় গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডে নিরাপদ চিকিৎসা চাই” ফ্রি মেডিকেল ক্যাম্প এর সিদ্ধান্ত গৃহিত হয়।
বিডি গাইবান্ধা/