‘শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন, শুধু দিয়েই এসেছেন, আনতে পারেননি কিছু’, বিএনপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যা চেয়েছি, ভারত আমাদের তা-ই দিয়েছে। ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই। আপনারা ভারতের সঙ্গে অবিশ্বাস ও অনাস্থার দেয়াল তুলেছিলেন। আমার সেই দেয়াল ভেঙে দিয়েছি।’
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে এ তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বময় সংকটের এই মুহূর্তে দেশের জনগণকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন, ভারত আমাদের তা-ই দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমার সেটি অর্জন করতে পেরেছি। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় করেছি কোনও সংকট ছাড়া। সমুদ্রসীমা জয় করেছি। কুশিয়ারা নদীর পানিবণ্টনও হয়েছে। তিস্তার বিষয়টিও হবে।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলতে চাই না।’
৫ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি বলেন, ‘আমাদের পেছনে একটা তিক্ত এবং হতাশার অভিজ্ঞতা রয়েছে। আমরা প্রতিবার আশা করেছি যে এবার বুঝি কিছু নিয়ে আসবেন। কিন্তু প্রতিবার দেখেছি দিয়ে এসেছেন, নিয়ে আসেননি। সুতরাং এই একটাই কমেন্ট, আগে ঘুরে আসুক। কী নিয়ে এসেছে আমরা দেখি। তারপর কমেন্ট।’
সূত্র – বাংলা ট্রিবিউন