মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসুচীর (১০ টাকা কেজী চাল) আওতাধীন সুবিধাভোগীদের ডাটাবেজ অর্ন্তভুক্তি রাতেও নিরলস ও সঠিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তা এস.এম আবু সাঈদ আকন্দ। দিনে সার্ভার কম থাকায় প্রতিদিন রাত জেগে কাজ করছেন তিনি।
ডাটাবেজের কাজে বিশৃঙ্খলা ও সঠিক ভাবে সম্পন্ন করতে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মন্ডল তিনিও রাত জেগে সুবিধাভোগীদের সেবা দিচ্ছেন। নিরাপত্তার সার্থে গ্রাম পুলিশদের কাজে নিয়োজিত করা হয়েছে।
বিশেষ করে জামালপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় নাগবাড়ী বাজারে ৩১ আগস্ট ২০২২ ডাটাবেজের শেষ দিন হওয়ায় এবং দিনে সার্ভার সঠিক ভাবে নাথাকায় রাতেও দীর্ঘ লাইনে কাজ করতে দেখাযায়।
ইউপি চেয়ারম্যান বলেন- খাদ্য বান্ধব কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীরা অনেকে সংসারিক কাজের কারনে দিনে আসতে পারেনা। জনগণের সুবিধার্থে এবং দিনে সার্ভার জটিলতা থাকায় আমরা রাতেও ডাটাবেজের কাজ করছি যাতে কোন সুবিধাভোগী বাদ না পড়ে।