গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র আব্দুল জলিলের কবলাকৃত ৬৮ ও ২৪৮ শতক জমি একই এলাকার মৃত আজিম উদ্দিনের পুত্র দছিজল হক সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক দখল করে নিজে দখল নেয়ার অপচেষ্টা চালিয় যাচ্ছেন। জমি দখলের জন্য ইতিপূর্বে কয়েক দফা হামলা মারপিট করে আব্দুল জলিল ও তার অংশীদারগণকে আহত করাসহ এর প্রতিকারের দাবিতে বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন- জলিল মিয়া তার কবলাকৃত জমি প্রায় চল্লিশ- পঞ্চাশ বছর যাবত শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছেন। দুই বছর ধরে জমি জোরপূর্বক ভোগ দখলের চেষ্টায় একই গ্রামের দছিজল বিভিন্ন সময় নানা হুমকি-ধামকি দিয়ে।আসায় আব্দুল জলিল আদালতে পিটিশন মামলা করেন। মামলায় দছিজল মুচলকা দিয়ে আসার পরও পুনঃরায় জায়গা দখলের নিমিত্তে সম্প্রতি জমির ধান ও ফসল কেটে নিজ বাড়িতে নিয়ে যান। এ ব্যাপার সুন্দরগঞ্জ থানায় জিআর ১২৭/২২ ও জিআর ২৩৩/২২ মামলা দায়ের করা আছে। তদুপরি আব্দুল জলিল তার জমিতে চাষ করার সময় ২৯ আগস্ট দছিজল ও তার জামাতা জাহিদুল ইসলাম সহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল আব্দুল জলিলের উপর আক্রমণ চালিয়ে তাকে মারাত্মকভাব আহত করে। পর জলিলের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতাল নেন। এই ঘটনায় সুদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দছিজল একজন দুষ্ট প্রকতির লাক। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ ও দেশের বিভিন্ন থানায় সন্ত্রাসী, চাদাবাজির ১১টি মামালা রয়েছে।
আব্দুল জলিল ও তার পরিবার সন্ত্রাসী দছিজলের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা পুলিশ সুপারের নিকট আবেদন করেছেন।
বিডি গাইবান্ধা/