গাইবান্ধায় কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে জেলা টাউনহল মিটিং এবং দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ আগস্ট, মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে কর্মশালায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মাহবুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডা: আ.ম আখতারুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা: নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের কেএম রেজাউল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিরাজুল ইসলাম, ওসিসি’র প্রোগ্রম অফিসার মো: রুহুল আমিন সরকার, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: এস.এম তানভীর রহমান, ডা. মো. সাইদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর রাজেশ দে, জেলা কো-অর্ডিনেটর যুগল সরকার, স্বেচ্ছাসেবক মূ-তাসিম বিল্লাহ, তাওহীদ তুষার, সাইমুন হাসান, রওজাতুন নাহার লাবন্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা সুজনের কো-অর্ডিনেটর অশোক সাহা।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজ সেবক, বে-সরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক সহ ৩৫ জন অংশগ্রহন করেন। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে শতভাগ টিকার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য যে, দি হাঙ্গার প্রজেক্ট গত ৬ মাসে গাইবান্ধা জেলায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় ০৭ উপজেলায় স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন, কমিউনিটি লিডারের সাথে সভা, ধর্মীয় নেতাদের সাথে সভা, টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ১১ দিন ব্যাপী সচেতনতামূলক মাইকিং, উঠান বৈঠক আয়োজন, স্কুল ক্যাম্পেইন, লিফলেট বিতরণ, পোস্টারিং, এ্যাডভোকেসি সভা ও টাউনহল সভা বাস্তবায়ন করা হয়। এতে ০৭ উপজেলার ৩০ জন স্বেচ্ছাসেবক ও ০২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন।