স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দলের নির্দেশনা মোতাবেক গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পাঁচশত গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ইউনুস আলী সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আবু নাসের ও ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুর রশিদ আকন্দের সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার বিকালে জামালপুর চৌধুরী বাজারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামালপুর ইউনিয়ন শাখার সহসভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আবু নাসের লাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি অবঃ সহকারী অধ্যাপক আঃ জলিল সরকার, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক বকসি রাজা ও শাহ মোঃ ফজলুল হক রানা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন – জামালপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহবায়ক সৈয়দ শহিদুল ইসলাম (ফিলু), ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় শ্রমিকলীগ জামালপুর ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান মন্ডল কাওছার প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর জীবনী,শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সাথে দলকে সুসংগঠিত রাখতে নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার জয়লাভে করণীয় বিষয়ে আলোকপাত করেন।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর ইউনিয়ন শাখার ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক আমিনুর রহমান এবং কোরআন তেলোয়াত করেন বড় জামালপুর শাহী মসজিদের মুয়াজ্জিন মোঃ মাহবুবুর রহমান আকন্দ।