গাইবান্ধা সদর উপজেলার নদী ভাংগন কবলিত এলাকার অতিদরিদ্র/দুঃস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর পূনর্বাসন সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রনালয়ের অধীনে ২০১৯- ২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর পূনর্বাসন সহায়তা হিসাবে সদর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ করেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু।
উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাসলিমা সুলতানা সৃতি।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।
এসময় গাইবান্ধা সদরের ৫ টি ইউনিয়ন যেমন মোল্লার চর ইউনিয়ন, কামারজানি ইউনিয়ন, গিদারি ইউনিয়ন, খোলাহাটি ইউনিয়ন, বাদিয়াখালীর অতিদরিদ্র ৬শ ৫৭টি পরিবারের মাঝে ৮১ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বিডি গাইবান্ধা/