মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ঝুঁকি ব্যবস্থাপনা ও টিকা-বার্তা জেরদারকরণে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের নিয়ে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ আগস্ট, বৃহস্পতিবার ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে স্থানীয় চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি মিলনায়তনে উক্ত সভায় প্রধান অতিথি ও ফোকাল পারসন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নাজমুস সাকিব।
দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা আইএসপি সোয়াইবুর রহমান সজির এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে.এম রেজাউল হক।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আলমগীর হুসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ওসিসি গাইবান্ধার প্রোগ্রাম অফিসার মো. রুহুল আমিন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো. মঞ্জুরুল হাসান সৌরভ, ডাঃ মো. আসিফ উর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সমন্বয়কারী অশোক সাহা, গাইবান্ধা এনএইচ মর্ডান স্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট এর উজ্জীবক সদস্য নাজমা বেগম, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, ডিভিসি নিউজ এর জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা স্বেচ্ছাসেবক তাওহীদ তুষার, সাইমুন হাসান, মুতাসিম বিল্লাহ রায়েদ প্রমুখ।
সভায় বক্তারা করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা তুলে ধরেন, টিকা কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় চিকিৎসাক, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ ৩০ জন নাগরিক অংশগ্রহণ করেন।