গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন এর ফকির পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ফজলুল হক নিজ পুত্র কর্তৃক নির্যাতনের শিকার হয়ে জীবনের ভয়ে আত্বগোপন করে আছেন, তিনি ও তার ২য় পুত্র রেজাউল করিম লাভলু। এতে করে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ফজলুল হক ও তার পরিবার।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে- সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন এর ফকির পাড়া গ্রামের ১নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব ফজলুল হক এর ৬৫ বিঘা জমি ছাড়াও আরও অধিক জমি নিয়ে তার ৫ম ছেলে লিয়াকত আলী জিন্নু, ৬ষ্ঠ পুত্র লিখন ও ৭ম পুত্র মিলন এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে চলতি সালের ১১ জুলাই জুলাই ইং তারিখে ফজলুল হক ও তার পুত্র রেজাউল করিম সহ তার পরিবারের উপর অতর্কিতভাবে হামলা করে বাড়িঘর ভাঙচুর করেছে লিয়াকত আলী জিন্নু গংরা। এতে করে জীবনের ভয়ে আত্মগোপন করে থাকছে ভুক্তভোগী ফজলুল হক ও তার ২য় পুত্র রেজাউল করিমসহ তার পরিবার। বর্তমানে পরিবারটি বাড়িতে প্রবেশ করতে না পারায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিনযাপন করছে । গাইবান্ধা পুলিশ সুপার সহ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের সমবায় মার্কেটের দোতলায় সংবাদ সম্মেলন করে। এসময় উপস্থিত ছিল- ভুক্তভোগী আলহাজ্ব ফজলুল মাস্টার, পুত্র রেজাউল করিম ও তার স্ত্রী মোছাঃ মোশরেফা বেগম সহ অনেকে।
বিডি গাইবান্ধা/