আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ইভিএমে। অবশ্য সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এই উপনির্বাচনটি ব্যালট পেপারে অনুষ্ঠানের দাবি জানিয়েছে। ইভিএমে হলে ভোটে অংশ নেবে না বলেও ইসিকে জানিয়েছে জাপা।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।