বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ইয়াছিন আলীর অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত গাইবান্ধার গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ” পথ নাট্য উৎসব” জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দ সহ ১২ফা দাবিতে-গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ পলাশবাড়ীতে কাজীর বিরুদ্ধে কাবিননামা জালিয়াতিসহ নারীকে শ্লীলতাহানির অভিযোগ  নীলফামারী দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদকবিরোধী আলোচনা সভা গাইবান্ধা জেলা পুলিশের ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তা’র মোড়ক উন্মোচন গাইবান্ধার সাদুল্যাপুরে অস্ত্রসহ সহ নজরুল নামে ১ ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ দুদকের উদ্যোগে পলাশবাড়ীতে আন্তঃজেলা স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত  গাইবান্ধায় অংকুর ফাউন্ডেশন কর্তৃক মেডিকেল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান গাইবান্ধায় ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধার কয়াছয়ঘড়িয়ায় পুর্ব শত্রুতার জের ধরে আল আমিন গং কর্তৃক মিলন মিয়াকে মারপিট

সঞ্জয় সাহা
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কয়াছয়ঘড়িয়ায় পুর্ব শত্রুতার জের ধরে কয়াছয়ঘড়িয়ার বেজীরভিটা গ্রামের মৃত সাহেব উদ্দিন ওরফে হেসকারুর পুত্র আল আমিন গং কর্তৃক মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারপিট এর অভিযোগ উঠেছে। এতে করে বিবাদী মিজানুর রহমান এর ভাই মিলন মিয়া গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে অপরাধীদের বিচারের দাবীতে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান।

গাইবান্ধা সদর থানার এজাহার সূত্রে জানা গেছে- গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কয়াছয়ঘড়িয়ার মৃত সাহেব উদ্দিন ওরফে হেসকারুর পুত্র আল আমিন দের সাথে কয়াছয়ঘড়িয়ার মমতাজ আলী সরকার এর পুত্র মো: মিজানুর রহমান দের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও শত্রুতার জের ধরে বাদী মিজানুর রহমানকে খুন জখম করার ভয় ভীতি প্রদর্শন করে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৬ই আগষ্ট ২২ ইং তারিখ বিকালে বাদী মিজানুর রহমান এর ছোটো ভাই মিলন মিয়া রিক্সায় শহরে আসার পথে পুলবন্দি বাজারের দক্ষিন পাশে জনৈক শহিদুল ইসলাম এর মনোহারী ও চায়ের দোকানের সামনে কয়া ছয়ঘড়িয়াগামী পাকা রাস্তার উপর পৌছামাত্র আগে থেকে অবস্থানরত আল আমিন সহ মামলার অন্য বিবাদীরা পথরোধ করে তাকে রিক্সা থেকে টানা হেচড়া করে রিক্সা থেমে নামিয়ে লাঠি, ছোরা, লোহার রড, লোহার শাবল, বেকী সহ ধারালো অস্ত্র দিয়ে মিলন এর বুকে, পিঠে, মাথায়, দুইহাত, পা সহ শরীরের বিভিন্ন স্থান সহ এলোপাথারিভাবে মারপিট করে ডান পায়ের উরুতে স্বজোরে চোট মেরে মাংস, রড, হাড় কেটে রক্তাক্ত জখম করে। এছাড়াও খাইরুল হক দুলু, কামাল ও আজাদ মিয়া লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করলে মিলন পড়ে গেলে অন্য বিবাদী রিমন মিলন এর বুকের উপর উঠে বসে হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে শ্বাসরোধ করার চেষ্টায় গলা চেপে ধরলে প্রান বাচার চেষ্টায় রিমন কে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেকে রক্ষা করে এবং কামাল মিয়া মিলনকে পিছন থেকে জাপটে ধরলে আজাদ মিয়া মিলন এর পকেট থেকে ৫০হাজার টাকা বের করে নেয়। পরে মিলন এর চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে তার অবস্থার অবনতির কারনে রংপুর মেডিকেলে ভর্তি করে। সেখানেও অবস্থার অবনতি দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে। উক্ত বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছে মিজানুর মিয়া। যার মামলা নং- ১৯৬০ পেনালকোড এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪। তারিখ: ১৯ আগষ্ট ২২ ইং।

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102