বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ দপ্তরের সিনিয়র সহকারি সচিব হিসেবে পদোন্নতি পেলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাদেকুর রহমান। তিনি সিনিয়র সহকারি সচিব হিসেবে পদোন্নতি পেয়ে জয়েন করতে ঢাকার উদ্দেশ্যে বুধবার রাতে গাইবান্ধা থেকে রনা দিয়েছেন। এর আগে গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে সরকারি অফিসার্স ক্লাব হলরুমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহি অফিসার শরীফুল আলম, সিনিয়র সহকারি কমিশনার নুজহাত তাসনীম আওন, সহকারি কমিশনার মৌমিতা গুহ ইভা, জান্নাতুল ফেরদৌস উর্মি, ইফতেখার রহমান, জুয়েল মিয়া সহ অনেকে।
সাদেকুর রহমান ২০২০ সালের ১৮ আগষ্ট গাইবান্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে জয়েন করে ২০২২ সালের ১৭ আগষ্ট অবধি দুই বছর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ই আগষ্ট জনপ্রশাসন মন্ত্রনালয়ের এডিপি অনুবিভাগের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে গাইবান্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমান এর পদোন্নতির তথ্য পাওয়া যায়।
অন্যদিকে- তার পদোন্নতিতে বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক, দৈনিক নতুন দিন, দৈনিক বায়ান্ন ও জাতির সংবাদ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, বিডি গাইবান্ধা ডট নিউজ নির্বাহি প্রধান আশিকুর রহমান শাওন অভিনন্দন, ভালবাসা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।