স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে সাদুল্লাপুর উপজেলার জামালপুর মর্জিদ্বীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের হলরুমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শহিদুল আলম, সহকারী সিনিয়র শিক্ষক
আব্দুর রশিদ আকন্দ, এসএম কামরুল হাবিব, সহিদুর রহমান, খন্দকার মোহাম্মদ আলী,এবিএম নাজমুল হুদা,৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মোছাঃ রুহানী আক্তার, ৭ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার, ৭ম শ্রেণির ছাত্র আরিফ প্রধান, ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মানিক আকন্দ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষিকা মোছাঃ আফরুজা আকতার, সুলতানা সাবিনা জেসমিন, নমিতা রানী, ফারহাব্বেনা, অফিস সহকারী নুরুল মুমেন সহ ছাত্র ছাত্রী ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মৌলবী শিক্ষক। পরে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বড় জামালপুর সিনিয়র মাদ্রাসা, বড় জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।