স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গাইবান্ধায় পুষ্পমাল্য অর্পন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট সোমবার সকালে শহরের পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হুইপ: বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান-জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি সহ অনেকে।
জেলা প্রশাসনঃ পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহি অফিসার শরীফুল আলম, সহকারি কমিশনার ভুমি ( সদর) রেজাউল ইসলাম, এনডিসি হৃদয় আহমেদ জুয়েল সহ অনেকে।
জেলা পুলিশঃ গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি
জানান- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েছ মো: ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।
সদর উপজেলা পরিষদঃ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির সহ অনেকে।
পৌর মেয়রঃ গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি
জানান- গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, প্যানেল মেয়র শহীদ আহমেদ ও কাউন্সিলর এ,জেড এম মহিউদ্দিন রিজু।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড এর পক্ষে
পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি
জানান- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক।
আনসার ও ভিডিপিঃ গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি
জানান- গাইবান্ধা জেলা কমান্ডান্ট রেজাউল ইসলাম সহ অনেকে।
আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু সহ অনেকে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগঃ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার পক্ষে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী মাহমুদা বেগম পারুল সহ অনেকে।
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলা শাখার পক্ষে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু সহ অনেকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পক্ষে পৌর পার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয় উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর সহ অনেকে।
এলজিইডিঃ গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগ এলজিইডি এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান-গাইবান্ধা জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সহকারি প্রকৌশলী মোত্তাকিন সহ অনেকে।
সড়ক ও জনপথ বিভাগঃ গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- সড়ক ও জনপথ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার, উপ-বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক সহ অনেকে।
গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ঃ গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয় এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক ফজলুল হক, সমাজসেবা অফিসার রেজিষ্টার মিজানুর রহমান মল্লিক, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ সহ অনেকে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরঃ গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ সহ অনেকে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরঃ গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর পক্ষে
পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান-
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ,উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম ও এএসএম আরেফ বিল্লাহ্।
পিটিআই: প্রাইমারী টিচার্স ট্রেনিং এন্ড ইনস্টিটিউট ( পিটিআই) এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- সুপারিনটেনডেন্ট মোসাম্মৎ সামছিয়া আখতার।
গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরঃ গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান-গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিসার মাসুদার রহমান সরকার সহ অনেকে।
জনশক্তি ও কর্মসংস্থান অফিসঃ গাইবান্ধা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান-জনশক্তি ও কর্মসংস্থান অফিস সহকারি পরিচালক নেসারুল হক ও অফিস ষ্টাফ।
গাইবান্ধা সরকারি টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজঃ গাইবান্ধা সরকারি টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজ এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান সহ অনেকে।
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ঃ গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান- প্রধান শিক্ষক সাহানা বানু, সহকারি শিক্ষক রিজেল সহ অনেকে।
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ঃ
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষে পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান-বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন সাহা সহ অনেকে।
এছাড়াও জেলা পরিষদ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, বিসিক গাইবান্ধা, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা, সরকারি শ্রম অধিদপ্তর গাইবান্ধা, গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশন, আহাম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেছেন। এতে সঞ্চালনা করেন- গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক এবিএম ছাত্তার।
পরে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।
স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমান।
গাইবান্ধা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে,এম রেজাউল হক। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।