১৯৭৫ সালের ১৫ই আগষ্ট নৃশংসভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের শাহাদতবার্ষিকী ২২ উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপন ও এতিমখানার শিশুদের খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা বিচার বিভাগের আয়োজনে ১৫ আগষ্ট সোমবার সকালে জেলা জজ আদালত ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপন এবং এতিমখানার শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরন কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞ্চা।
অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও নিহত সদস্যদের উপলক্ষ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ন জেলা ও দায়রা জজ আবুল কালাম আজাদ, মো: সুলতান মাহমুদ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক আবু বাছেদ মো: বুলু মিয়া, সিনিয়র সহকারি জজ শহিদুল ইসলাম, গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
উপেন্দ্র চন্দ্র দাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, তৌফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারি জজ মামুনুর রশিদ, সহকারি জজ দেলোয়ার হোসেন, বিজ্ঞ জিপি সুশীল কুমার ঘোস সহ অনেকে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- সহকারি জজ ওবায়দুল হক রুমি।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম। সবশেষে গাইবান্ধা মোজাদ্দেদিয়া খানকাহ শরীফ গাইবান্ধা আমিনিয়া এতিমখানার শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরন করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞ্চা। এ সময় বিচার বিভাগের কর্মকর্তা সহ খানকাহ শরীফ জামে মসজিদ এর সহ সভাপতি আলহাজ্ব রফি উদ দৌলা ও সাধারন সম্পাদক আবু হেনা মো: মোস্তফা কামাল জুয়েল উপস্থিত ছিলেন।