১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন।
গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রবিউল হাসান বিজয় দিবসের কর্মসূচি তুলে ধরেন।
অনুষ্ঠান সূচীতে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি। সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠানের শুভ লগ্ন ঘোষনা। সকল সরকারি বেসরকারি অফিসে সঠিক মাপে সঠিক কালারের জাতীয় পতাকা উত্তোলন। সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পমাল্য অর্পন। সকাল ৮ টা ৩০ মিনিটে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শন। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন কর্মসূচী গৃহিত হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু খায়ের, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, জেলা শিক্ষা অফিসার এনায়েত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, গাইবান্ধা জেল সুপার নজরুল ইসলাম, গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক এনামুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আলমগীর কবির, কাউন্সিলর শহীদ আহমেদ।
এসময় গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল আয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন, এনডিসি শাহীদ আহমেদ, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/