নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রী, নীলফামারী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মো: রফিকুল ইসলাম, সহকারি প্রসিকিউটর শাদীদ মো: মুনতাসির এলাহী, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুুল মোমিন প্রমুখ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
আজ ২৬ শে অক্টোবর ১১.০০ টায়
রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদক দেশ ও সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি। আইন করে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের প্রভাব বিস্তার রোধে প্রয়োজন বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা। তাই শিক্ষার্থী ও যুব সমাজকে মাদকবিরোধী সচেতনতায় এগিয়ে আসতে ধর্মীয় মূল্যবোধ, পরিবার ও সমাজে মাদকের কুফল সম্পর্কে তুলে ধরতে হবে।
এসময় শিক্ষার্থীদের মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত স্কেল ও জ্যামিতিক বক্স বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।