গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ সেরাজুল হক কর্ম দক্ষতা মূল্যায়ণে বিশেষ পুরস্কারে ভূষিত হলেন।
রোববার ২৪ আগষ্ট/২১ইং গাইবান্ধা জেলা পুলিশের কার্যালয়ে মাসিক কর্ম মূল্যায়ণ সভায় কর্ম দক্ষতার মাসিক মূল্যায়ণে আগষ্ট মাসের কর্ম দক্ষতার উপর গাইবান্ধা জেলার পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম তার হাতে এ সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
১৮ আগস্ট/২১ইং মাসে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নৈশ কোচ ডিপজল পরিবহনে যাত্রীবেশে ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করায় গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম তাকে এ পুরস্কারে ভূষিত করেন।
উল্লেখ্য যে, ১৮ আগষ্ট ডিপজল পরিবহনে যাত্রী বেশে ডাকাতরা বগুড়া মোকামতলা থেকে কোচের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের ৩২ মাইল নামক স্হানে নেমে যায়। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। যাহার মামলা নং ২০(৮)২০২১ ইং, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে রহস্য উন্মোচনসহ আসামীদের সনাক্তকরন ও গ্রেফতার করিয়া লুন্ঠিত মালামাল উদ্ধার করে এবং ৬ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ধৃত আসামীরা।
এ মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ সেরাজুল হক কে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম এ পুরস্কার প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস ইনচার্জ সেরাজুল হক বলেন- আপনাদের দোয়া ও ধাপেরহাট এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে এমন সফলতার।