গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এসমাইল (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে নিজে বাড়ি থেকে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে সাইকেলে চালিয়ে ঘটনাস্থলে পৌছিলে দূরত্ব গতিতে তেরে আশা ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড ১১ ২৫৭২) চাপায় পিষ্ট হয় ঘটনাস্থলেই নিহত হন।নিহত এসমাইল ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের সাইকেল মেকার খলিল মিয়ার ছেলে বলে জানাযায়।
উপস্থিত জনতা চালকসহ ঘাতক ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করে
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।