সাদুল্লাপুর উপজেলার ০১নং রসুলপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ রবিউল ইসলামের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় মোটরসাইকেল শোডাউনটি প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন বাজার ও রাস্তার মোরে জনসাধারণের সাথে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন কামনা করেন রবিউল।
ছান্দিয়াপুরের করিম মুন্সী বলেন- রবিউল ভাতিজা খুবই ভাল ছেলে। শিক্ষিত, ভদ্র। যেকোন সমস্যা হলে পাশে পাওয়া যায় তাই মোর ভোট বাবাকে দিব।
নাম নাবলা শর্তে একজন বলেন- দলমত নির্বিশেষে রবিউল সকলের ভালবাসা ও সমর্থন পাবে। হয়ত কেউ ওপেনে আবার কেউ গোপনে সমর্থন করবে।
রবিউল ইসলাম বলেন- আমি সবসময় জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। তাই রসুলপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।